৩১. স্বামী পরিত্যক্ত মোমেনা বেগম কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। মোমেনা বেগম নিচের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?
ক. আহ্লাদি খ. বুড়ি
গ. মাসি-পিসি ঘ. দিগম্বরী
৩২. জগু মামলা করবে কেন?
ক. মাসি-পিসিকে ভয় দেখাতে
খ. বউকে নেওয়ার জন্য
গ. জমি রক্ষা করতে
ঘ. বউকে ভয় দেখাতে
৩৩. নিচের কোনটির সঙ্গে মাসি-পিসির সম্পর্ক রয়েছে?
ক. চায়ের দোকান খ. মন্দির
গ. স্কুল মাঠ ঘ. সালতি
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা পালিয়ে বাবার বাড়ি চলে আসে। কিন্তু সমাজে অপমানের কথা চিন্তা করে বাবা শিপ্রাকে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন।
৩৪. উদ্দীপকের শিপ্রার সঙ্গে কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে?
ক. দিগম্বরী খ. আহ্লাদি
গ. মাতিলদা ঘ. কল্যাণী
৩৫. উদ্দীপকের শিপ্রার বাবার চরিত্রে কোন গুণটি থাকলে মাসি চরিত্রের ধারক হতে পারত?
ক. সহনশীল খ. প্রতিবাদী
গ. সততা ঘ. স্নেহাতুল
৩৬. মাসি-পিসি আহ্লাদিকে পাঠাতে চায় না, কারণ—
ক. জগু নির্যাতন করে খ. জগু অর্থলোভী
গ. জগু দরিদ্র ঘ. জগু অশিক্ষিত
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
চার বছরের তপনকে নিয়ে সদ্য বিধবা হয়েছে রেবতী। কিন্তু বৈধব্য গ্রহণ করতে না করতেই গ্রামের প্রভাবশালী হরিপদ তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। এ নিয়ে সমাজের কাছে বিচার চেয়েও বিচার পায়নি রেবতী। অবশেষে একদিন বঁটি দিয়ে হরিপদের পা কেটে দেয় রেবতী।
৩৭. উদ্দীপকের হরিপদ শ্রেণির লোকের সঙ্গে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. কৈলাশ, কানাই খ. কানাই, গোকুল
গ. জগু, কৈলাশ ঘ. কৈলাশ, রহমান
৩৮. সাদৃশ্যগত দিকটি হলো—
i. আর্থিক দীনতা
ii. চারিত্রিক স্খলন
iii. ক্ষমতার দৌরাত্ম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ‘সালতি’ শব্দের অর্থ কী?
ক. আম কাঠের সরু ডোঙা
খ. তাল কাঠের সরু ডোঙা
গ. বড় গাছের গুঁড়ি
ঘ. খাদ্যবিশেষ
৪০. অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে কে?
ক. মাসি-পিসি খ. বুড়ো রহমান
গ. আহ্লাদি ঘ. কৈলাশ
সঠিক উত্তর
মাসি-পিসি: ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.খ ৪০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা