দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৬১. কৌশল প্রয়োগ করে কোনটি পরিহার করা যায় না?

ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি

গ. ঝুঁকি ঘ. খরচ

৬২. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. ব্যবসায়িক খ. আর্থিক

গ. সুদের হার ঘ. তারল্য

৬৩. সুদের হারের পরিবর্তনের সঙ্গে বিনিয়োগের মূল্য ওঠানামা করাকে কী বলে?

ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি ঘ. তারল্য ঝুঁকি

৬৪. শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোন ঝুঁকি তুলনামূলক কম?

ক. ব্যবসায়িক ঝুঁকি

খ. আর্থিক ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি

ঘ. তারল্য ঝুঁকি

৬৫. পরিকল্পনা প্রণয়নের সময় যথাযথ ব্যবস্থা নিলে কোনটি থেকে রক্ষা পাওয়া যায়?

ক. অনিশ্চয়তা

খ. বিচ্যুতি

গ. গরমিল

ঘ. অপ্রত্যাশিত ক্ষতি

৬৬. ব্যবসা শুরু করার আগেই কোনটি বিশ্লেষণ করতে হয়?

ক. পরিকল্পনা খ. বাজার চাহিদা

গ. ঝুঁকি ঘ. বিক্রয়

৬৭. ‘আদর্শ বিচ্যুতি’ ঝুঁকি পরিমাপের কোন ধরনের পদ্ধতি?

ক. পরিসংখ্যানিক খ. জ্যামিতিক

গ. পরোক্ষ ঘ. রৈখিক

৬৮. আদর্শ বিচ্যুতির ছোট মান কী নির্দেশ করে?

ক. অনিশ্চয়তা খ. ঝুঁকিহীনতা

গ. বেশি ঝুঁকি ঘ. কম ঝুঁকি

৬৯. একাধিক প্রকল্পের ঝুঁকি সমান হলে কোনটি গ্রহণযোগ্যতা পায়?

ক. বেশি ব্যয় খ. বেশি আয়

গ. কম আয় ঘ. বেশি অনিশ্চয়তা

৭০. কোন ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?

ক. পরিচালনার ক্ষেত্রে

খ. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে

গ. পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে

ঘ. মূলধন সংগ্রহে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.ক ৬২.খ ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ক ৬৮.ঘ ৬৯.খ ৭০.খ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা