[পূর্ববর্তী লেখার পর]
১১. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখার আকৃতি কেমন?
ক. ডান দিকে নিম্নগামী
খ. ডান দিকে ঊর্ধ্বগামী
গ. ভূমিতে সমান্তরাল
ঘ. বাঁ দিকে ঊর্ধ্বগামী
১২. ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে কী বলে?
ক. প্রান্তিক উপযোগ
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ
গ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ
ঘ. মোট উপযোগ
১৩. ভোক্তার আয় বৃদ্ধি পেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী হয়?
ক. অকার্যকর খ. দ্রুত কার্যকর
গ. অধিক কার্যকর ঘ. কার্যকর
১৪. চাহিদার সঙ্গে দামের কী ধরনের সম্পর্ক রয়েছে?
ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী
গ. বিপরীতমুখী ঘ. পরিপূরক
১৫. নিচের কোনটি চাহিদা বিধির শর্তবহির্ভূত?
ক. ক্রেতার আয়
খ. ক্রেতার রুচি
গ. ক্রেতার সংখ্যা
ঘ. জাঁকজমকপূর্ণ দ্রব্য
১৬. দাম বাড়লে পণ্যের চাহিদার পরিমাণ কেমন হয়?
ক. বাড়ে খ. সমান থাকে
গ. ঋণাত্মক হয় ঘ. কমে যায়
১৭. পণ্যের দামের ওপর চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?
ক. উপযোগ বিধি খ. জোগান বিধি
গ. চাহিদা বিধি ঘ. উৎপাদন বিধি
১৮. দাম কম হলে পণ্যের চাহিদার পরিমাণ কেমন হয়?
ক. বাড়ে খ. সর্বনিম্ন হয়
গ. অপরিবর্তনীয় থাকে ঘ. শূন্য হয়
১৯. বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কী বলে?
ক. জোগান খ. মজুত
গ. বিনিয়োগ ঘ. মুনাফা
২০. দাম ও জোগানের সম্পর্ক কী?
ক. বিপরীতমুখী
খ. সর্বত্র সমান নয়
গ. সমমুখী
ঘ. উভয়ই ভোক্তার চাহিদার ওপর নির্ভরশীল
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]