এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৭১. নিচের কোনটি–সম্পর্কিত সমন্বয় দাখিলার জন্য সম্পত্তি কমবে ও খরচ বাড়বে?

ক. মজুরি খ. অবচয়

গ. অনার্জিত রাজস্ব ঘ. অলিপিবদ্ধকৃত রাজস্ব

৭২. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না?

ক. বার্ষিক মুদ্রাস্ফীতির সূচক

খ. সম্পত্তির ক্রয়মূল্য

গ. সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য

ঘ. সম্পত্তির আনুমানিক কার্যকাল

৭৩. নিচের কোনটি অবচয় প্রক্রিয়া?

ক. মূল্যায়ন খ. নগদান একত্রীকরণ

গ. মূল্য নির্ধারণ ঘ. সম্পদ বিক্রয়

৭৪. জমাকৃত অবচিতি হিসাব কী?

ক. সম্পদ হিসাব

খ. সম্পদ বিপরীত হিসাব

গ. খরচ হিসাব

ঘ. সম্পদ বিক্রয়

৭৫. একটি মেশিনের ক্রয়মূল্য ৯,০০০ টাকা, মেশিনটির সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা। ক্রমহ্রাসমান অবচয় হার ১০%। ২য় বছরের অবচয় কত?

ক. ৭২০ টাকা খ. ৮০০ টাকা

গ. ৯৯০ টাকা ঘ. ১,১০০ টাকা

৭৬. কোন নীতির ফলে অবচয় ধার্য করা হয়?

ক. সমন্বয় নীতি

খ. রক্ষণশীলতা নীতি

গ. চলমান প্রক্রিয়া নীতি

ঘ. স্বত্বা নীতি

৭৭. যখন আনুমানিক ব্যবহারিক জীবনকালের পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন অবচয়ের পরিমাণ পরিবর্তিত হয়—

ক. চলমান ও অতীত হিসাবকালের

খ. চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের

গ. শুধু ভবিষ্যৎ হিসাবকালের

ঘ. বর্তমান বিক্রয়মূল্য

৭৮. অবচয় নির্ণয় করার সময় ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না কখন?

ক. সরলরৈখিক পদ্ধতিতে

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে

গ. বছর সংখ্যার সমষ্টি পদ্ধতিতে

ঘ. বার্ষিক সমকিস্তি পদ্ধতিতে

৭৯. একটি সম্পত্তির ক্রয়মূল্য ২২,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ২,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর। সরলরৈখিক পদ্ধতিতে প্রতিবছর অবচয় কত?

ক. ১,০০০ টাকা খ. ৪,০০০ টাকা

গ. ৪,২৫০ টাকা ঘ. ৪,৫০০ টাকা

৮০. একটি সম্পত্তির প্রাথমিক মূল্য ১৩,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা এবং কার্যকরী জীবন ২০ বছর হলে বার্ষিক অবচয়ের হার কত?

ক. ৫% খ. ৪.৫%

গ. ৫.৫% ঘ. ৬.৫%

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৭১.খ ৭২.ক ৭৩.ক ৭৪.খ ৭৫.গ ৭৬.গ ৭৭.গ ৭৮.খ ৭৯.খ ৮০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)