বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

এবার জেনে নাও ‘যোজক’ সম্পর্কে

যেসব শব্দ একাধিক বাক্য বা বাক্যের মধ্যে একাধিক শব্দকে যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যেমন: ও, আর, এবং, অথবা, তবু, কারণ, সুতরাং, তবে ইত্যাদি।

মনের আবেগে হঠাৎ কিছু শব্দ আমরা প্রায়ই উচ্চারণ করে থাকি। নিচের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো।

শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল।

আমি বললাম, ‘আহ্! কী চমৎকার খেলাই না দেখলাম!’

ছোট বোন চিৎকার দিয়ে উঠল, ‘দারুণ! আমরা জিতে গেছি।’ ওর চোখেমুখে খুশির ঝিলিক।

মা বললেন, ‘বাহ্, এমন খেলা বহুদিন দেখিনি। ছেলেরা ভালোই খেলেছে।’

বাবা বললেন, ‘শাবাশ! এই না হলে বাঘের বাচ্চা!’

‘আহা! যারা হেরে গেল, ওদের মনে অনেক কষ্ট। তাই না?’ ছোট বোন একটা ফোড়ন কাটল।

বাবা হাসলেন। বললেন, ‘ধুর! এতে কষ্টের কী আছে? এটা তো একটা খেলা। খেলায় হার–জিত থাকতেই পারে।’

মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, ‘আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে।’

বোন সেদিকে তাকিয়ে বলল, ‘বাপরে বাপ! কত বড় মিছিল!’

নমুনা উত্তর:

শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল। আমি বললাম, ‘আহ্! কী চমৎকার খেলাই না দেখলাম!’

ছোট বোন চিৎকার দিয়ে উঠল, ‘দারুণ! আমরা জিতে গেছি।’ ওর চোখেমুখে খুশির ঝিলিক।

মা বললেন, ‘বাহ্, এমন খেলা বহুদিন দেখিনি। ছেলেরা ভালোই খেলেছে।’ বাবা বললেন,‘শাবাশ! এই না হলে বাঘের বাচ্চা!’ ‘আহা! যারা হেরে গেল, ওদের মনে অনেক কষ্ট। তাই না?’ ছোট বোন একটা ফোড়ন কাটল। বাবা হাসলেন। বললেন, ‘ধুর! এতে কষ্টের কী আছে? এটা তো একটা খেলা। খেলায় হার–জিত থাকতেই পারে।’ মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, ‘আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে।’ বোন সেদিকে তাকিয়ে বলল, ‘বাপরে বাপ! কত বড় মিছিল!’

আবেগ: মানুষের মনের বিশেষ অনুভূতি বা ভাবকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলে। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে কিছুটা আলাদা বসে স্বাধীন অর্থ প্রকাশ করে। যেমন: ছি ছি, আহা, বাহ্, শাবাশ।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]