পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. প্রান্তিক উপযোগ প্রকাশ করা হয় কী দ্বারা?
ক. TP খ. Q
গ. TU ঘ. MU
৫২. Qd = a - bP হলে শূন্য দামে চাহিদার পরিমাণ কত?
ক. a খ. - bP
গ. - b ঘ. P
৫৩. চাহিদা কিসের ওপর নির্ভরশীল?
ক. জোগানের খ. দামের
গ. উৎপাদনের ঘ. ভোক্তার
৫৪. ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্য’কে কী বলে?
ক. দরকারি দ্রব্য খ. পরিপূরক দ্রব্য
গ. গিফেন দ্রব্য ঘ. বিলাসজাত দ্রব্য
৫৫. চাহিদা বিধির জ্যামিতিক রূপ কোনটি?
ক. চাহিদা রেখা
খ. চাহিদা সমীকরণ
গ. চাহিদা অপেক্ষক
ঘ. চাহিদা স্থিতিস্থাপকতা
৫৬. চাহিদা বিধি কার্যকর হয় না—
i. বিলাসজাত পণ্যে
ii. স্বাভাবিক পণ্যে
iii. গিফেন দ্রব্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. জোগান বিধি জোগান রেখা কেমন?
ক. ডান দিকে ঊর্ধ্বগামী
খ. ভূমি অক্ষের সমান্তরাল
গ. ডান দিকে নিম্নগামী
ঘ. লম্ব অক্ষের সমান্তরাল
৫৮. চাহিদার পরিবর্তন ঘটে —
i. দামের পরিবর্তনের ফলে
ii. বিকল্প দামের পরিবর্তনের ফলে
iii. আয়ের পরিবর্তনের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক হলো—
i. বিপরীতমুখী ii. ঋণাত্মক
iii. সমমুখী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়—
i. ভোক্তার রুচি ও অভ্যাস ধনাত্মক পরিবর্তনে
ii. ভোক্তার আয় বৃদ্ধির ফলে
iii. বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ঘ ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.গ ৫৭.ক ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা