১. পুকুরের পানিতে দ্রবীভূত কোন জিনিস মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. জৈব সার ঘ. প্ল্যাঙ্কটন
২. পুকুরের পাড়গুলোর কত হারে ঢালু হলে সবচেয়ে ভালো?
ক. ১:২ হারে
খ. ১:৩ হারে
গ. ২:৩ হারে
ঘ. ২:৪ হারে
৩. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ বিপন্ন?
ক. ২১ টি খ. ২৪টি
গ. ২৬টি ঘ. ৩০টি
৪. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ ঝুঁকিপূর্ণ?
ক. ১০টি খ. ১২টি
গ. ২৫টি ঘ. ১৬টি
৫. হাঁস–মুরগির খামার পরিচালনায় মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয় খাতের?
ক. ৫০% খ. ৬০%
গ. ৭০% ঘ. ৮০%
৬. নিচের কোনটি ‘জলজ পাখি’ বলা হয়?
ক. মুরগি খ. হাঁস
গ. মাছরাঙা ঘ. পানকৌড়ি
৭. সবুজ ঘাসে শতকরা কত ভাগ আর্দ্রতা থাকে?
ক. ৪০-৫০% খ. ৪৫-৬৫%
গ. ৬৫-৭৫% ঘ. ৭৫-৮০%
৮. ভালো মানের ‘হে’ তে সর্বোচ্চ শতকরা কতভাগ অার্দ্রতা থাকে?
ক. ১০-২০% খ. ২০-২৫%
গ. ২৫-৩০% ঘ. ৩৫-৪৫%
৯. বর্তমানে অভ্যন্তরীণ জলাশয় হতে বিভিন্ন প্রজাতির শতকরা কত ভাগ মত্স্য উত্পাদন হয়?
ক. ২৫% খ. ৩০%
গ. ৮৫% ঘ. ৪০%
১০. ষাট দশকে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় হতে বিভিন্ন প্রজাতির শতকরা কত ভাগ মত্স্য উত্পাদন হতো?
ক. ৫০% খ. ৬০%
গ. ৭০% ঘ. ৮০%
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা