ইসলামের মৌলিক বিষয় - ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ২ | দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

[এর আগের প্রকাশিত লেখা]

১৯. কোন সুরায় আল্লাহ এতিমের প্রতি খারাপ ব্যবহার তথা কঠোর হতে নিষেধ করেছেন?

ক. আদ-দুহা খ. আল-ইনশিরাহ

গ. আত-ত্বিন ঘ. আশ-শামস

২০. আল্লাহ তায়ালা কোন সুরায় মহানবি (সা.)–কে সান্ত্বনা প্রদান করেন?

ক. সুরা আশ-শামস খ. সুরা আদ-দুহা

গ. সুরা আল-ইনশিরাহ ঘ. সুরা আত-ত্বিন

২১. ‘তাওরাত’ কোন নবির ওপর নাজিল হয়?

ক. হজরত মুসা (আ.) খ. হজরত ঈসা (আ.)

গ. হজরত দাউদ (আ.) ঘ. হজরত ইব্রাহিম (আ.)

২২. কারা সালাত সম্পর্কে উদাসীন?

ক. কাফিররা খ. মুশরিকরা

গ. মুনাফিকরা ঘ. ফাসিকরা

২৩. ইয়াতিমদের সঙ্গে কঠোর না হওয়ার ব্যাপারে কোন সুরায় উল্লেখ আছে?

ক. সুরা আত-ত্বিন খ. সুরা আল-ইনশিরাহ

গ. সুরা আদ-দুহা ঘ. সুরা আল-মাউন

২৪. হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়?

ক. সনদ খ. মতন

গ. রাবি ঘ. সুন্নাহ

২৫. রাসুল (সা.) হাতে-কলমে যা শিক্ষা দিয়েছেন, তাকে কী বলে?

ক. আল কোরআন খ. সুন্নাহ

গ. ইজমা ঘ. কিয়াস

২৬. যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কী বলে?

ক. মারফু খ. মাওকুফ

গ. মাকতু ঘ. তাকরিরি

২৭. ‘আস সাদিকা’ কী?

ক. হাদিসের একটি সহিফা

খ. সত্যবাদী মুসলিম

গ. আল কোরআনের একটি সুরার নাম

ঘ. হজরত আবু বকর (রা.)-এর একটি উপাধি

২৮. প্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি?

ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ

গ. নাসায়ি শরিফ ঘ. আল-মুয়াত্তা

২৯. সরকারিভাবে প্রথম হাদিস সংকলনের উদ্যোগ নেন কে?

ক. হজরত উমর ইবনে আব্দুল অাযিয (রহ.)

খ. হজরত উমর ইবন খাত্তাব (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. ইমাম বুখারি (রহ.)

৩০. ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কী?

ক. আকাইদ খ. ইমান

গ. সালাত ঘ. জাকাত

৩১. কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়?

ক. কৃপণ খ. ধনী

গ. গরিব ঘ. অভাবী

৩২. মহানবি (সা.) বৃক্ষরোপণকে উত্সাহিত করেছেন কেন?

ক. এতে বৃক্ষ বেশি হবে

খ. এটি অনেক নেকির কাজ

গ. গাছ মানুষের বিলাসিতার উপাদান

ঘ. গাছ মানুষের বন্ধু

৩৩. হাদিস অনুযায়ী নিচের কোনটি নেকির কাজ?

ক. বৃক্ষরোপণ     খ. ব্যবসা করা

গ. পশুপালন     ঘ. মাছ চাষ

৩৪. আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবি (সা.) যে হাদিস উল্লেখ করেছেন, তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে?

ক. বুখারি ও মুসলিম খ. তিরমিজি

গ. মুসলিম ঘ. নাসায়ি ও তিরমিজি

৩৫. শহিদের সমমর্যাদার লোক কারা?

ক. আল্লাহ তায়ালাকে ভয়কারী খ. সত্যবাদী দরিদ্র

গ. বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী ঘ. রোজাদার ব্যক্তি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯. ক ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা