পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৬১. সামাজিক সমস্যা প্রতিরোধে কিসের অবস্থান সুদৃঢ়?
ক. সমাজকর্মের খ. সমাজবিজ্ঞান
গ. গণমাধ্যমের ঘ. ইতিহাসের
৬২. একটি দেশের সামাজিক সমস্যা নিরূপণ ও তা সমাধানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ কী হিসেবে কাজ করে থাকে?
ক. হাতিয়ার খ. প্রতিবন্ধক
গ. পরিবর্তক ঘ. প্রতিচ্ছবি
নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাসির সাহেব বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত এই প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
৬৩. নাসির সাহেবের কর্মরত সংস্থাটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী
খ. বাংলাদেশ কোস্টগার্ড
গ. বাংলাদেশ আনসার
ঘ. বিজিবি
৬৪. উদ্দীপকে নাসির সাহেবের পদটি প্রমাণ করে—
i. নাসির সাহেব অনেক বড় পদে আছেন
ii. তিনি নৌবাহিনী থেকে বদলি হয়ে এসেছেন
iii. নাসির সাহেবের কাজ অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. বাংলাদেশে প্রধান আইন প্রয়োগকারী সংস্থা কোনটি?
ক. বাংলাদেশ সুপ্রিম কোর্ট
খ. বাংলাদেশ সেনাবাহিনী
গ. বাংলাদেশ পুলিশ বাহিনী
ঘ. বাংলাদেশ আইনজীবী সমিতি
৬৬. আইন প্রয়োগকারী সংস্থা কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৬৭. আইন প্রয়োগকারী সংস্থা কী রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে?
ক. পরিবার খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. মানবাধিকার
৬৮. একজন সমাজকর্মী আইন প্রয়োগকারী সংস্থাকে কী দিয়ে থাকে?
ক. ফর্মুলা
খ. যুক্তি
গ. কল্যাণমুখী দিকনির্দেশনা
ঘ. ঊর্ধ্বমুখী দিকনির্দেশনা
৬৯. বাংলাদেশের নিম্ন আদালত কয় ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৭০. সমাজকর্মী মানুষের কোন অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করে থাকেন?
ক. সামাজিক খ. ধর্মীয়
গ. মৌলিক ঘ. রাজনৈতিক
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.গ ৬২.ক ৬৩.খ ৬৪.গ ৬৫.গ ৬৬.গ ৬৭.ঘ ৬৮.গ ৬৯.ক ৭০.গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা