১১. কারা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করতেন?
ক. ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ
খ. নয়া ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ
গ. আধুনিক অর্থনীতিবিদ
ঘ. কেইন্সিয়ান অর্থনীতিবিদ
১২. আলফ্রেড মার্শালের মতানুযায়ী অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন খ. সমপদ আহরণ
গ. দারিদ্র্য নিরসন ঘ. মানবকল্যাণ
১৩. আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে কে দুটি ভাগে ভাগ করেন?
ক. স্যামুয়েলসন খ. আলফ্রেড মার্শাল
গ. ডেভিড রিকার্ডো ঘ. র৵াগনার ফ্রিশ
১৪. ‘Micro’ এবং ‘Macro’ এই দুটি শব্দ কে সর্বপ্রথম ব্যবহার করেন?
ক. অমর্ত্য সেন খ. র৵াগনার ফ্রিশ
গ. পল এ স্যামুয়েলসন ঘ. অধ্যাপক মার্শাল
১৫. অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ বলতে কী বোঝায়?
ক. অভাব খ. মুক্ত দ্রব্য
গ. সম্পদের স্বল্পতা ঘ. নির্বাচন
১৬. যেসব দ্রব্যের চাহিদার তুলনায় জোগান কম তাকে কী ধরনের দ্রব্য বলা হয়?
ক. গিফেন দ্রব্য খ. অর্থনৈতিক দ্রব্য
গ. বিলাসজাত দ্রব্য ঘ. ভোগ দ্রব্য
১৭. মানুষের অভাব কোন্ ধরনের?
ক. অসীম খ. সীমিত
গ. সসীম ঘ. অল্প
১৮. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
১৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিক কে?
ক. ব্যক্তি খ. সমাজ
গ. সরকার ঘ. রাষ্ট্র
২০. ‘ইসলামি অর্থব্যবস্থা বলতে ইসলামি শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়।’—কথাটি কে বলেছেন?
ক. ড. এম এ মান্নান
খ. মাওলানা রহিম
গ. ড. সাবাহ্ ইলদিন জাইম
ঘ. অ্যাডাম স্মিথ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা