ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

Have You Filled a Bucket Today?

Read the note to know more about the characteristics of a story.

উদাহরণ - “Whatever he said, was said well; and whatever he did, done

gracefully.”

C. Central theme:

The theme of a story is a message the writer wants to give the readers. In a story, you may find more than one theme. The central theme of a story is the lesson that the author wants you to learn. The author does not tell it in the story explicitly. You have to understand it. For that, you have to observe the characters, their activities and the results of their activities. When you will write the theme of a story, remember the following things:

• Write a complete sentence, not a word.

• Don’t write any character’s name of the story.

• And finally, the theme of the story will be true for everyone.

For example, the theme of the story ‘A Liar Cowboy’ may be ‘If you lie you

will lose the trust of people.’

একটি গল্পের কেন্দ্রীয় বিষয় (Central Theme) হলো এমন একটি বার্তা, যা লেখক পাঠকদের দিতে চান। একটি গল্পে একাধিক Central Theme থাকতে পারে। লেখক চান পাঠক বার্তাটি থেকে শিক্ষা নিন। লেখক এটি গল্পে স্পষ্টভাবে বলেন না। এটা বুঝতে ও অনুধাবন করতে হয়। এর জন্য চরিত্রগুলোকে, তাদের কার্যকলাপ এবং তাদের কার্যকলাপের ফলাফলগুলো পর্যবেক্ষণ করতে হয়।

একটি গল্পের Theme লিখতে গিয়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে:

• একটি সম্পূর্ণ বাক্য লিখতে হবে, একটি শব্দ নয় ।

• গল্পের কোনো চরিত্রের নাম লেখা যাবে না।

• এবং পরিশেষে, গল্পের কেন্দ্রীয় বিষয়/মূল বিষয়টি সবার জন্য সত্য হতে হবে।

উদাহরণস্বরূপ, ‘A Liar Cowboy’ গল্পের কেন্দ্রীয় বিষয় (Central Theme) হলো, ‘If you lie you will lose the trust of people.’।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]