জাহাঙ্গীরনগরে আইআইটি ও রসায়ন বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

আইআইটিতে মাস্টার্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে (আইআইটি) মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি)–৩ এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা:

  • সিজিপিএ–২.৫ (৪-এর মধ্যে) বা ২য় শ্রেণি; যেকোনো ডিসিপ্লিনে। 

  • ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৩ বছরের অনার্স ও ১ বছরের মাস্টার্স।

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট

ভর্তি পরীক্ষা: ১ সেপ্টেম্বর, সকাল ১০টা

বিস্তারিত জানতে ওয়েবসাইট: admission.iitju.edu.bd

রসায়ন বিভাগে মাস্টার্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা: শিক্ষার্থীকে ৪ বছরের বিএসসি (সম্মান), ৩ বছর মেয়াদি বিএসসি ও ১ বছরের মাস্টার্স, রসায়ন।

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট

ভর্তি পরীক্ষা: ২৫ আগস্ট, সকাল ১০টা

বিস্তারিত জানতে ওয়েবসাইট: juwmsc.info

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে