১০. প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর কী দিয়ে?
উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর নাইট্রোজেন দিয়ে।
১১. প্রশ্ন: বায়ুদূষণের দুটি কারণ লেখো।
উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো—
ক. জীবাশ্ম জ্বালানির ব্যবহার
খ. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।
১২. প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধে দুটি উপায় লেখো।
উত্তর:
ক. বাতি বন্ধ রেখে বা কম ব্যবহার করে।
খ. গাড়ি ব্যবহারের পরিবর্তে যতটা সম্ভব সাইকেল ব্যবহার করে।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা