ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - প্রতিশব্দ নিয়ে পাঠ যাচাই করে নিই

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. প্রশ্ন: প্রতিশব্দ কাকে বলে?

উত্তর: যেসব শব্দের অর্থ অন্য একটি শব্দের প্রায় সমান বা অনুরূপ তাকে প্রতিশব্দ বলে।

২. প্রশ্ন: নিচের শব্দগুলোর দুটি করে প্রতিশব্দ লেখো।

দিন, নদী, মাথা, সূর্য, চোখ।

উত্তর: দিন—দিবস, দিবা; নদী—নদ, গাঙ; মাথা—মস্তক, মুণ্ড; সূর্য—রবি, দিবাকর,

চোখ—নয়ন, নেত্র।

৩. প্রশ্ন: সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

— রজনী/ সিন্ধু/আদিত্য।

উত্তর: সিন্ধু।

৪. প্রশ্ন: অন্ধকার আমার ভালো লাগে না। নিচে দাগ দেওয়া শব্দটির প্রতিশব্দ ব্যবহার করে বাক্যটি পুনরায় লেখো।

উত্তর: আঁধার আমার ভালো লাগে না।

৫. প্রশ্ন: কানন কোন শব্দের প্রতিশব্দ?

— কন্যা/নীর/বন।

উত্তর: বন।

৬. প্রশ্ন: মাথা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

—মস্তক/গিরি/অরুণ।

উত্তর: মস্তক।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা