পঞ্চম শ্রেণি - বাংলা | হাতি আর শিয়ালের গল্প - খালি জায়গা পূরণ করো

পঞ্চম শ্রেণির পড়াশোনা

হাতি আর শিয়ালের গল্প

প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

দিগন্তের ,অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুংকার, মেদিনী ,তটস্থ ,শঙ্কিত

ক. বিদ্যুৎ চমকালে —---- কেঁপে ওঠে বলে মনে হতে পারে।

খ. —---- পতনের মূল।

গ. কী হয়েছে, এত —---- হয়ে আছ কেন?

ঘ. বনের সিংহ —---- দিলে মানুষের মনে ভয় জাগে।

ঙ. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে —---- বাধিয়ে দিয়েছে।

চ. —---- ওপারে কী আছে, কেউ জানে না।

ছ. মেজাজ —---- বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।

জ. তুমি এত —---- কেন? কী হয়েছে?

উত্তর:

ক. বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে।

খ. অহংকার পতনের মূল।

গ. কী হয়েছে, এত তটস্থ হয়ে আছ কেন?

ঘ. বনের সিংহ হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে।

ঙ. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।

চ. দিগন্তের ওপারে কী আছে, কেউ জানে না।

ছ. মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।

জ. তুমি এত শঙ্কিত কেন? কী হয়েছে?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা