আমি যদি হই রোবট:
‘আমি যদি হই রোবট’ সম্পর্কে জানতে গিয়ে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। শব্দগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
রোবট:
রোবট হলো কম্পিউটার–নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই কাজ করতে পারে। রোবটের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। প্রোগ্রামার যেভাবে নির্দেশনা সেট করে দেন, রোবট সেভাবে কাজ করে।
ম্যাপ সফটওয়্যার:
যে সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, সেটিই ম্যাপ সফটওয়্যার।
ম্যাপ সফটওয়্যারের মাধ্যমে রাস্তা, ব্রিজ, খাল-বিল, নদী, সাগর ইত্যাদির অবস্থান নির্ণয় করা যায়। যেমন গুগল ম্যাপ সফটওয়্যারের মাধ্যমে আমরা দেশ বিদেশের চেনা অচেনা রাস্তা বা বাড়ির অবস্থান জানতে পারি।
অনলাইন সফটওয়্যার:
ইন্টারনেটে যেসব সফটওয়্যারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যায় এবং বিভিন্ন তথ্য আদান-প্রদান করা যায়, সেসব সফটওয়্যারকে অনলাইন সফটওয়্যার বলে। অনলাইন সফটওয়্যারগুলো হলো জুম, গুগলমিট, মাইক্রোসফট টিম ইত্যাদি।
জুম:
জুম হলো একটি ভিডিও বা অডিও মিটিং অ্যাপস বা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা দুরে থেকেও একত্রে অনেকে মিলে মিটিং বা মতবিনিময় করতে পারি। বর্তমানে অনলাইনে ক্লাউড মিটিং করার জন্য জুম অ্যাপস খুবই জনপ্রিয়। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে ক্লাস, অফিসের মিটিং, ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি কাজ খুব সহজে করতে পারি।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা