২৯. কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তাঁর মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে, তাকে কোন ধরনের বিবাহ বলে?
ক. অন্তর্বিবাহ খ. সরোরেট
গ. বহির্বিবাহ ঘ. লেভিরেট
৩০. উঁচু বর্ণের সঙ্গে নিচু বর্ণের পাত্রীর বিবাহকে কী বলা হয়?
ক. সরোরেট খ. লেভিরেট
গ. অনুলোম ঘ. প্রতিলোম
৩১. নিচু বর্ণের পাত্রের সঙ্গে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ হলে, তাকে কী বলে?
ক. প্রতিলোম খ. অনুলোম
গ. সরোরেট ঘ. লেভিরেট
৩২. পাত্র-পাত্রী নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে বিবাহ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩৩. মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে কী বলে?
ক. প্যারালাল কাজিন বিবাহ
খ. ক্রস-কাজিন বিবাহ
গ. রোমান্টিক বিবাহ
ঘ. স্থিরকৃত বিবাহ
৩৪. পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছায় কোন বিবাহ সংঘটিত হয়?
ক. রোমান্টিক বিবাহ খ. স্থিরকৃত বিবাহ
গ. অনুলোম বিবাহ ঘ. প্রতিলোম বিবাহ
৩৫. বর্তমানে একক বিবাহ—
i. সর্বজন স্বীকৃত
ii. সর্বাধিক জনপ্রিয়
iii. শুধু উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. মুসলমান সমাজে যে ধরনের বিবাহ দেখা যায়—
i. সমান্তরাল কাজিন বিবাহ
ii. বিষম কাজিন বিবাহ
iii. বহু স্বামী বিবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২৯.খ ৩০.গ ৩১.ক ৩২.গ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা