প্রাথমিক বিজ্ঞান - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১০. প্রশ্ন: তিনটি খাদ্য উপাদানের নাম লেখো।

উত্তর: তিনটি খাদ্য উপাদানের নাম হলো—

ক. শর্করা

খ. আমিষ

গ. স্নেহ

১১. প্রশ্ন: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।

উত্তর: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো—

ক. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ও

খ. ফ্রিজে ঠান্ডা করে খাদ্য সংরক্ষণ।

১২. প্রশ্ন: হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্যের নাম লেখো।

উত্তর: হিমাগারে সংরক্ষণ করা যায় এমন তিনটি খাদ্য হলো—

ক. মাছ

খ. মাংস

গ. শাকসবজি।

১৩. প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস?

উত্তর: যেকোনো ধরনের ফল যেমন: আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা