ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শূন্যস্থান পূরণ করো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শূন্যস্থান পূরণ

১. সূর্যের চারদিকে —----- গ্রহ ঘুরছে।

২. —----- হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমষ্টি।

৩. আলোর মহাবিশ্বের এক মাথা থেকে অন্য মাথায় যেতে —----- বছর লাগে।

৪. বিগ ব্যাংয়ের পর প্রথম সৃষ্ট পরমাণু হলো —----- ।

৫. পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে —----- ।

৬. ধ্রুবতারাকে ঘিরে ঘড়ির কাঁটার মতো ঘুরছে —----- ।

৭. —----- কারণে গ্যালাক্সির ভেতরের নক্ষত্রগুলো আটকে থাকে।

৮. বেশির ভাগ গ্যালাক্সির আকার —----- মতো।

৯. শীতের সন্ধ্যায় পূর্ব আকাশে দেখা যায়—----- ।

১০. আমাদের গ্যালাক্সির নাম —----- ।

উত্তর:

১. আটটি ২. গ্যালাক্সি ৩. এক শ বিলিয়ন ৪. হাইড্রোজেন ৫. ধ্রুবতারা ৬. সপ্তর্ষিমণ্ডল

৭. মহাকর্ষ বলের ৮. থালার ৯. কালপুরুষ ১০. ছায়াপথ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা