এইচএসসি ২০২৪ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৩১. নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা?

ক. চলাফেরার স্বাধীনতা

খ. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার

গ. নিজ ধর্ম পালনের অধিকার

ঘ. অন্য দলকে কথা বলতে না দেওয়া

৩২. কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন?

ক. সামাজিক খ. আইনগত

গ. সাংস্কৃতিক ঘ. অর্থনৈতিক

৩৩. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

ক. খেয়ালখুশিমতো খরচ করার সামর্থ্য

খ. বিপুল সম্পদের মালিকানা

গ. উচ্চশিক্ষা ও বিপুল অর্থের মালিকানা

ঘ. অভাব হতে মুক্তি

৩৪. সভ্য সমাজের মানদণ্ড কোনটি?

ক. গণতন্ত্র খ. বিচারব্যবস্থা

গ. সংবিধান ঘ. আইনের শাসন

৩৫. পারিবারিক ও সম্পত্তি–সংক্রান্ত আইনের উৎস কোনটি?

ক. প্রথা খ. ধর্মগ্রন্থ

গ. বিচারকের রায় ঘ. রাষ্ট্রপতির নির্দেশ

৩৬. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?

ক. সামাজিক স্বাধীনতা

খ. রাজনৈতিক স্বাধীনতা

গ. ব্যক্তিগত স্বাধীনতা

ঘ. অর্থনৈতিক স্বাধীনতা

৩৭. সভ্য সমাজের মানদণ্ড কোনটি?

ক. নারী স্বাধীনতা

খ. বিজ্ঞানের উন্নতি

গ. উন্নত যোগাযোগব্যবস্থা

ঘ. আইনের শাসন

৩৮. ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’—উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?

ক. আইন স্বাধীনতার প্রচারক

খ. আইন স্বাধীনতার সম্পূরক

গ. আইন স্বাধীনতার রক্ষক

ঘ. আইন স্বাধীনতার প্রতিবন্ধক

৩৯. আইনের প্রধান উৎস কোনটি?

ক. নৈতিকতা খ. বিচার

গ. প্রথা ঘ. আইনসভা

৪০. ‘আইনের অনুশাসন’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?

ক. প্লেটো খ. অধ্যাপক ডাইসি

গ. অধ্যাপক গার্নার ঘ. অমর্ত্য সেন

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ঘ ৪০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা