[পূর্ববর্তী লেখার পর]
১. ‘অপ্রাচুর্যতা’ কথাটির অর্থ কী?
ক. জোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ
খ. চাহিদার তুলনায় জোগান সীমাবদ্ধ
গ. সম্পদের পরিমাণ অসীম
ঘ. চাহিদা ও জোগানের পরিমাণ সমান
২. ‘বাহ্যিকতা’ বলতে কী বোঝায়?
ক. পরিবর্তনযোগ্যতা
খ. দৃশ্যমানতা
গ. হস্তান্তরযোগ্যতা
ঘ. অদৃশ্যমানতা
৩. যেসব দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে কী বলে?
ক. উপযোগ খ. সম্পদ
গ. চাহিদা ঘ. দ্রব্য
৪. বাহ্যিকতা কিসের বৈশিষ্ট্য?
ক. সম্পদের বৈশিষ্ট্য
খ. উপযোগের বৈশিষ্ট্য
গ. অভাবের বৈশিষ্ট্য
ঘ. চারিত্রিক গুণাবলির বৈশিষ্ট্য
৫. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ?
ক. মাতৃস্নেহ খ. নার্সের সেবা
গ. সন্তান লালন ঘ. সূর্যকিরণ
৬. শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত সম্পদ
খ. প্রাকৃতিক সম্পদ
গ. সমষ্টিগত সম্পদ
ঘ. মানবিক সম্পদ
৭. সম্পদের বৈশিষ্ট্য হতে হলে—
i. উপযোগ থাকতে হবে
ii. অপ্রাচুর্য হবে
iii. অত্যন্ত মূল্যবান হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. একজন বিজ্ঞানীর উদ্ভাবনী ক্ষমতা কোন ধরনের সম্পদ?
ক. মানবিক খ. প্রাকৃতিক
গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক
৯. ‘জনগণের দক্ষতা’ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত
গ. মানবিক ঘ. আন্তর্জাতিক
১০. মানবিক সম্পদ হলো—
i. শারীরিক যোগ্যতা
ii. প্রতিভা
iii. উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.খ ৩.খ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]