পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. কোন মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা ঘ. ইউরোপ
৫২. মানব ভূগোলের বিষয়বস্তু নয় কোনটি?
ক. মানুষ খ. জনপদ
গ. রাজনীতি ঘ. মহাসাগর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বাধীনদের ক্লাসে শিক্ষক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানচিত্রে দেখলেন। যা দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
৫৩. উক্ত দেশটির দ্রাঘিমার ডিগ্রি কত?
ক. ৮০°০১ মি. থেকে ৯২°৪২ মি. পূর্ব
খ. ২৩°৩৪ মি. থেকে ২৬°৩৮ মি. পূর্ব
গ. ৮৮°০১ মি. থেকে ৯২°৪১ মি. পূর্ব
ঘ. ৮৮°১০ মি. থেকে ২৬°৩৮ মি. পূর্ব
৫৪. উক্ত দেশের সাথে সীমানা সংযোগ রয়েছে যেসব দেশের—
i. ভারত
ii. মিয়ানমার
iii. নেপাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. ঢাকা বিভাগের অন্তর্গত জেলা—
i. মানিকগঞ্জ
ii. রাজবাড়ী
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. রাজনৈতিক অঞ্চলের ভৌগোলিক উপাদানের মৌলিক বিষয় কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. সরকার
গ. ভূখণ্ড ঘ. রাষ্ট্র
৫৭. আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক. ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. অ্যান্টার্কটিকা
৫৮. দুটি শক্তিশালী রাষ্ট্রের সীমান্তে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্রকে কী বলে?
ক. ডোমিনিয়ন খ. কনফেডারেশন
গ. বাফার রাষ্ট্র ঘ. উপনিবেশ
৫৯. বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি?
ক. জাপান খ. ভারত
গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. দক্ষিণ কোরিয়া
৬০. কৃষি কোন মহাদেশের মানুষের প্রধান পেশা?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. উত্তর আমেরিকা
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.খ ৫২.ঘ ৫৩.গ ৫৪.ক ৫৫.ক ৫৬.গ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.গ ৬০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা