এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. OH– এর অনুবন্ধী ক্ষারক কোনটি?

ক. O2- খ. H2O

গ. H2O+ ঘ. OH

৪২. অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কী?

ক. একটি H পরমাণু

খ. একটি H+ আয়ন

গ. এক অণু পানি

ঘ. একটি OH- আয়ন

৪৩. কোনটি HCO3- এর অনুবন্ধী ক্ষারক?

ক. H2CO3 খ. CO

গ. CO32- ঘ. CO2

৪৪. কোনটি প্রোটন দান করে?

ক. ক্ষারক খ. অম্ল

গ. আইসোটোপ ঘ. আইসোবার

৪৫. ব্রনস্টেড–লাউরি মতবাদ অনুসারে পানির বৈশিষ্ট্য কীরূপ?

ক. অম্ল খ. ক্ষারক

গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ

৪৬. কোনটি মনোপ্রোটিক অম্ল?

ক. H2SO4 খ. H2CO3

গ. HClO4 ঘ. H3PO3

৪৭. কোনটি ডাইপ্রোটিক অম্ল?

ক. HNO3 খ. H2PO4

গ. H2SO4 ঘ. HCl

৪৮. কোনটি সর্বাধিক শক্তিশালী অ্যাসিড?

ক. CH3COOH

খ. ClCH2COOH

গ. Cl2CHCOOH

ঘ. CCl3COOH

৪৯. নিচের কোনটি লুইস ক্ষারক?

ক. AlCl3 খ. NH3

গ. BF3 ঘ. C2H4

৫০. লুইস অ্যাসিড কোনটি?

ক. NH3 খ. R - NH2

গ. PH3 ঘ. BF3

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.গ ৪৭.গ ৪৮.ঘ ৪৯.খ ৫০.ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা