মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীন এসএসসি অথবা সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের এসএসসির টেস্ট (নির্বাচন) পরীক্ষার ফলাফল অক্টোবরের ২৬ তারিখের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করেছেন।
ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো এসএসসি ২০২৪-এর টেস্ট পরীক্ষা শেষ হয়নি তাদের আগামী মাসের ২৬ তারিখের মধ্যেই পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশ করতে হবে।
টেস্ট পরীক্ষার ফল প্রকাশ ২৬ অক্টোবর ২০২৩। এসএসসি ২০২৪-এর ফরম পূরণ ৩০ অক্টোবর ২০২৩ থেকে শুরু।
টেস্ট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র বোর্ড থেকে দেওয়া হবেনা। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ প্রশ্নের ব্যবস্থা করতে হবে।
টেস্ট পরীক্ষার ফল প্রকাশের পর ৩০ অক্টোবর থেকে শুরু হবে ফরম পূরণের কার্যক্রম।
এসএসসি ২০২৪ পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সে হিসেবে টেস্ট পরীক্ষায় কৃতকার্য হলে ফরম পূরণের পর থেকে একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাবে তিন মাসের কিছু বেশি।