অষ্টম শ্রেণির পড়াশোনা
৩১. আমাদের লোকশিল্পের কোন উপকরণটি দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
ক. কাপড়ের পুতুল
খ. শীতলপাটি
গ. মাদুর
ঘ. হাসিয়া
৩২. অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় তামা–পিতলের—
i. ঘড়া
ii. থালা
iii. ফুলদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. ঢাকাই মসলিনের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য—
i. বিদেশি কারিগর দিয়ে তৈরি
ii. অতি সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি
iii. দুনিয়াজুড়ে সমাদৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা কাপড় বোনে—
i. নিজেদের পরিধানের জন্য
ii. পুরুষদের পরিধানের জন্য
iii. বাজারে বিক্রির জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরমান সাহেবের বাসা প্রাকৃতিক আবহে সাজানো, বাসার দেয়াল পোড়ামাটির নানা শিল্পকর্ম এবং মাটির নানা উপকরণ দিয়ে সাজানো। দেশীয় ঐতিহ্যকে রক্ষা করায় লোকশিল্পকে বাঁচিয়ে রাখার বোধ থেকে এ গ্রামীণ সৌন্দর্যকে তিনি তুলে এনেছেন শহরে।
৩৫. আরমান সাহেবের মতো ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে লেখক আমাদের উদ্যোগী হতে বলেছেন—
ক. লোকশিল্পের গুরুত্ব উপলব্ধিতে
খ. লোকশিল্পকে সংরক্ষণ ও সম্প্রসারণে
গ. লোকশিল্পকে বাজারজাতকরণে
ঘ. লোকশিল্পকে ব্যবহার করতে
৩৬. উদ্দীপকের কোন বিষয়টি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের প্রতিনিধিত্ব করেছে?
ক. লোকশিল্প–সম্পর্কিত খ. বাঁশশিল্প–সম্পর্কিত
গ. কাঠশিল্প–সম্পর্কিত ঘ. মৃৎশিল্প–সম্পর্কিত
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নবীনগর বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে একজন ছাত্রী সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব সূক্ষ্ম সেলাই করা একটি কাঁথা তুলে দিল। গাঁয়ের মেয়েদের তৈরি কাঁথার সৌন্দর্যে মুগ্ধ হলেন অতিথি।
৩৭. ছাত্রীর কাজটি নিচের কোনটির প্রতিনিধিত্ব করে?
ক. লোকশিল্প খ. তাঁতশিল্প
গ. মৃৎশিল্প ঘ. পোশাকশিল্প
৩৮. বাংলাদেশের গ্রামাঞ্চলে তৈরির রেওয়াজ ছিল—
i. নকশিকাঁথা
ii. কাঁসা ও পিতলের বাসন
iii. মসলিন কাপড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
আমাদের লোকশিল্প: ৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা