বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রবাস বন্ধু

২২. আবদুর রহমানের আনা ফালুদা লেখক খাননি কেন?

ক. নষ্ট হয়ে গিয়েছিল

খ. ঘ্রাণ ভালো লাগেনি

গ. পরে খাবেন বলে

ঘ. অপছন্দের বলে

২৩. লেখক কোন জাতীয় খাবার পছন্দ করেন না?

ক. মিষ্টি খ. ঝাল

গ. নোনতা ঘ. টক

২৪. আবদুর রহমান ওপরের বরফ সরিয়ে নিচে কী দেখাল?

ক. আপেল খ. আঙুর

গ. ফালুদা ঘ. বেদানা

২৫. তামাম আফগানিস্তানে কোনটি মশহুর?

ক. ফালুদা

খ. বাদাম

গ. আখরোট

ঘ. বাগেবালার বরফি আঙুর

২৬. আঙুর খেতে গিয়ে লেখকের ব্রহ্মরন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল কেন?

ক. প্রচণ্ড মিষ্টি হওয়ায়

খ. প্রচণ্ড টক হওয়ায়

গ. প্রচণ্ড ঠান্ডা হওয়ায়

ঘ. প্রচণ্ড গরম হওয়ায়

২৭. আবদুর রহমানের মতে, লেখক পানশির গেলে কোনটি দেখে মুগ্ধ হবেন?

ক. বরফের পতন

খ. জলপ্রপাতের সৌন্দর্য

গ. চা–বাগান

ঘ. মেঘের ঘনঘটা

২৮. ‘সে বড় খুশি বাৎ হবে হুজুর’—আবদুর রহমান কেন এ কথা বলেছে?

ক. লেখক তার এলাকায় যাবেন শুনে

খ. লেখক কাবুল যেতে চাওয়ায়

গ. লেখকের বিয়ে ঠিক হওয়ায়

ঘ. লেখকের নতুন চাকরি হওয়ায়

২৯. পানশিরে বরফ পড়া থেমে যাওয়ার সঙ্গে ক্ষুধা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক হচ্ছে—

i. আয়ু বেড়ে যাবে

ii. রোগবালাই দূর হবে

iii. ক্ষুধা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]