এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১.‘বোধোদয়’ গ্রন্থের লেখক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. ইবনে খালদুন

গ. আবুল ফজল

ঘ. নাজমুল করিম

১২. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?

ক. ১৯১৭ খ. ১৯১৯

গ. ১৯২১ ঘ. ১৯৫৭

১৩. সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে কীভাবে?

ক. সমাজচর্চার মাধ্যমে

খ. ধর্মচর্চার মাধ্যমে

গ. জ্ঞানচর্চার মাধ্যমে

ঘ. বিজ্ঞানচর্চার মাধ্যমে

১৪. ‘Analysis of Moral Conscious’ গ্রন্থটি কে লিখেছেন?

ক. অজিত কুমার সেন

খ. জি এইচ ল্যাংগলি

গ. অধ্যাপক গার্নার

ঘ. রংগলাল সেন

১৫. সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা কাদের দ্বারা সূচিত হয়?

ক. সক্রেটিস ও প্লেটো

খ. প্লেটো ও এরিস্টটল

গ. প্লেটো ও ম্যাকাইভার

ঘ. এরিস্টটল ও ম্যাকাইভার

১৬. ‘Utopia’ গ্রন্থটি রচনা করেন কে?

ক. জে এস মিল

খ. টমাস হবস

গ. স্যার টমাস ম্যুর

ঘ. জন লক

১৭. কোনটি সমাজবিজ্ঞান বিকাশের ভিত্তি রচনা করেছিল?

ক. মানুষের ইতিহাস জানার প্রচেষ্টা

খ. মানুষের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা গ. মানুষের প্রকৃতিকে জানার প্রচেষ্টা

ঘ. মানুষের রাষ্ট্র সম্পর্কে জানার প্রচেষ্টা

১৮. কোন মনীষী ঊনবিংশ শতকে একটা নতুন বিজ্ঞান প্রবর্তনের প্রস্তাব করেন?

ক. সেইন্ট সাইমন খ. অগাস্ট কোঁৎ

গ. সেন্ট অগাস্টিন ঘ. মিশেল ফুকো

১৯. ভারতীয় উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস কত বছরের পুরোনো?

ক. তিন হাজার বছর

খ. দুই হাজার বছর

গ. এক হাজার বছর

ঘ. পাঁচ শ বছর

২০. ‘শিখা গোষ্ঠী’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯২০ খ. ১৯২২

গ. ১৯২৪ ঘ. ১৯২৬

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ঘ

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা