সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ গল্পটি নিজের ভাষায় লেখো (পর্ব - ১)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

মুহম্মদ জাফর ইকবালের ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ গল্পটি একটি কল্পনানির্ভর রচনা। এই গল্পের প্রধান চরিত্র রঞ্জু। চার বছর বয়স থেকে বানিয়ে গল্প বলা তার স্বভাবে পরিণত হয়েছে। সে প্রায়ই গল্প করতে করতে বাস্তব জীবন থেকে কল্পনার জগতে চলে যায়।

একদিন রাতে ঘুমানোর জন্য রঞ্জুকে তার বড় বোন শিউলির ঘরে আলাদা বিছানা-বালিশ দেওয়া হয়েছে। কিন্তু মাঝরাতে ঘুম থেকে উঠে সে মা-বাবার কাছে চলে আসে। তাদেরকে বলে, খেলনা ভাল্লুকটা মাঝরাতে তাকে আঁচড় দেয়, দেয়ালে বাঁধাই করা ময়ূরটা বেরিয়ে তার পায়ে ঠোকর দেয় ইত্যাদি ইত্যাদি। তাই ভয়ে সে শিউলির ঘর থেকে চলে এসেছে।

বিভিন্ন আজগুবি গল্প রঞ্জু তার বোন শিউলিকে বলে। মহাকাশের কোনো এক আগন্তুক তাকে ব্ল্যাকহোলের গোপন রহস্যের কথা বলে গেছে। ফ্লাইং সসার থেকে বিদঘুটে এক প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করার চেষ্টা করেছে। জারুলগাছের নিচে চতুষ্কোণ একটা উজ্জ্বল আলো দেখে উঁকি দিতেই সে ভিন্ন এক বিশ্বব্রহ্মাণ্ডের একঝলক দেখতে পায়। ফুটবল খেলে বাড়িতে আসার সময় হঠাৎ একটা রোবট বের হয়ে তাকে কুশল জিজ্ঞাস করে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা