১১১. ১৮০° দ্রাঘিমা হলো—
i. আন্তর্জাতিক তারিখ রেখা
ii. দ্রাঘিমারেখা
iii. মূল মধ্যরেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১২. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
ক. ৪৫° খ. ৬০°
গ. ৯০° ঘ. ৩৬০°
১১৩. পৃথিবীর গতি কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
১১৪. কোন রেখা থেকে পূর্ব বা পশ্চিমের অবস্থান জানা যায়?
ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা
গ. সমাক্ষরেখা ঘ. অক্ষরেখা
১১৫. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?
ক. সূর্যের চারদিকে পরিক্রমণের সময়
খ. সূর্য থেকে যত দূরে যায়
গ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
ঘ. সূর্যের কাছাকাছি আসতে থাকলে
১১৬. গ্রিনিচের দ্রাঘিমারেখা কত ডিগ্রি?
ক. ০° খ. ৯০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
১১৭. কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়?
ক. শুক্র খ. মঙ্গল
গ. বুধ ঘ. বৃহস্পতি
১১৮. ক্যাসিওপিয়া কী?
ক. একটি মেয়ের নাম
খ. একটি নদীর নাম
গ. একটি গ্রহের নাম
ঘ. একটি নক্ষত্রমণ্ডলীর নাম
১১৯. কত ডিগ্রি দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়?
ক. ০° খ. ৯০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
১২০. কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই দেখা যায় কোন গ্রহ?
ক. বুধ খ. বৃহস্পতি
গ. শুক্র ঘ. শনি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১১. ক ১১২. ঘ ১১৩. খ ১১৪. খ ১১৫. ঘ ১১৬. ক ১১৭. ক ১১৮. ঘ ১১৯. গ
১২০. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা