আধান - পদার্থবিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

[এর আগের প্রকাশিত লেখা]

১১. দুটি আহিত বস্তুকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে, তা কোন বিষয়ের ওপর নির্ভর করে?

ক. আধানের পরিমাণ 

খ. তড়িৎক্ষেত্র

গ. তড়িৎ প্রাবল্য

ঘ. তড়িৎ বিভব

১২. নিচের কোনটি ভোল্টের সমতুল্য?

  ক. JA-1s-1 খ. JA-1s

  গ. JAs-1 ঘ. JAs

১৩. পৃথিবীর বিভব কেমন?

  ক. ধনাত্মক খ. ঋণাত্মক

  গ. শূন্য ঘ. অসীম

১৪. আধান ও বিভবের গুণফলের একক কী?

  ক. জুল খ. ভোল্ট

  গ. ফ্যারাডে ঘ. হেনরি

১৫. সমবিভব তল ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিমাপ কত?

  ক. 60° খ. 90°

  গ. 120° ঘ. 180°

১৬. সমবিভব তলের যেকোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত?

  ক. শূন্য খ. অসীম 

  গ. এক ভোল্ট ঘ. দুই ভোল্ট

১৭. একটি চার্জিত গোলাকার পরিবাহীর—

 i. অভ্যন্তরে প্রাবল্য শূন্য

  ii. অভ্যন্তরে বিভব শূন্য

  iii. পৃষ্ঠের সব বিন্দুর বিভব সমান

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii

  গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কী রূপে পরিবর্তিত হয়? 

  ক. r-1 খ. r-2

  গ. r-3 ঘ. r-4

১৯. আধান ঘনত্বের একক কী?

  ক. Cm-3 খ. Cm-2

  গ. Cm2 ঘ. Cm3

২০. তড়িৎ দ্বিমেরুর একক কী?

  ক. Am খ. Cm

  গ. Cm-1 ঘ. Cm3

২১. ধারকত্বের একক কী?

  ক. জুল খ. ভোল্ট

  গ. ফ্যারাড ঘ. হেনরি

২২. গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করলে ধারকত্ব পূর্বের কত গুণ হবে?

  ক. দ্বিগুণ খ. অর্ধেক

  গ. চার গুণ ঘ. এক–চতুর্থাংশ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ঘ