১. প্রশ্ন: কবি মায়ের কী খুঁজছেন?
উত্তর: নোলক।
২. প্রশ্ন: কবি কোথায় নোলক খুঁজে ফিরছেন?
উত্তর: সারা বাংলাদেশে।
৩. প্রশ্ন: প্রথমে কবি নোলক খুঁজতে কোথায় গিয়েছিলেন?
উত্তর: নদীর কাছে।
৪. প্রশ্ন: নদীর শরীর কিসে ভরা?
উত্তর: বোয়াল মাছে।
৫. প্রশ্ন: সাদা পালকের বকেরা কোথায় পাখা ছড়িয়ে থাকে?
উত্তর: হরিণবেড়ের বাঁকে।
৬. প্রশ্ন: সবুজ বনে কোন পাখি ঝিকমিক করে?
উত্তর: হরিৎ টিয়ে।
৭. প্রশ্ন: বনের সাধারণ সবুজ চুলে কী পরেছে?
উত্তর: ফুল।
৮. প্রশ্ন: বন নোলকের পরিবর্তে কী দিতে চায়?
উত্তর: ফুলের গন্ধ।
৯. প্রশ্ন: রাত্রি কী নিয়ে এল?
উত্তর: এলানো খোঁপার গাঢ় অন্ধকার।
১০. প্রশ্ন: কবি কী ছাড়া ঘরে যাবেন না?
উত্তর: মায়ের গয়না ছাড়া।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা