৩১. সমভোটাধিকার কিসের প্রতীক?
ক. সহমর্মিতার খ. সহযোগিতার
গ. সাম্যের ঘ. সেবার
৩২. ‘ব্যবসায় সংগঠন’ গড়ে উঠেছে কেন?
ক. মানুষের চাহিদা পূরণে
খ. উৎপাদন বাড়াতে
গ. পণ্য সরবরাহ করতে
ঘ. পণ্য বিক্রয় করতে
৩৩. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।’— এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?
ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের
গ. ১৯৯৪ সালের ঘ. ২০১০ সালের
৩৪. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?
ক. জনকল্যাণের জন্য
খ. মুনাফা অর্জনের জন্য
গ. লাভের জন্য
ঘ. কর আদায়ের জন্য
৩৫. কোন ধরনের অংশীদারের দায় অসীম?
ক. ঘুমন্ত অংশীদার
খ. সীমিত অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. সাধারণ অংশীদার
৩৬. ব্রিটেনে প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
ক. ১৮৪০ সালে খ. ১৮৪২ সালে
গ. ১৮৪৪ সালে ঘ. ১৮৪৬ সালে
৩৭. জাতীয় সমবায় সমিতি গঠিত হয় কী নিয়ে?
ক. ২০ জন সদস্য নিয়ে
খ. ১০টি প্রাথমিক সমিতি নিয়ে
গ. ২০টি প্রাথমিক সমিতি নিয়ে
ঘ. ১০টি কেন্দ্রীয় সমিতি নিয়ে
৩৮. প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে?
ক. আবেদনের পরে
খ. নিবন্ধনের পরে
গ. স্মারকলিপি তৈরির পরে
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে
৩৯. ১০টি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে কী গঠিত হয়?
ক. প্রাথমিক সমবায় সমিতি
খ. কেন্দ্রীয় সমবায় সমিতি
গ. জাতীয় সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় সমবায় সমিতি
৪০. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি?
ক. ১৫টি খ. ১৬টি
গ. ১৭টি ঘ. ২০টি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.গ ৩৭. ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.গ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা