[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭, পর্ব-১৮, পর্ব-১৯, পর্ব-২০ , পর্ব-২১, ও পর্ব-২২) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (মুক্তিযুদ্ধ) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।
১. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. জিয়াউর রহমান খ. এ কে খন্দকার
গ. আবদুর রব ঘ. খালেদ মোশাররফ
২. ‘মুজিব বাহনী’ কাদের নিয়ে গঠিত হয়েছিল?
ক. যুবকদের খ. শ্রমিকদের
গ. পেশাজীবীদের ঘ. ছাত্রছাত্রীদের
৩. মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল?
ক. চট্টগ্রাম খ. খুলনা
গ. ঢাকা ঘ. বরিশাল
৪. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয়, সেটির প্রণেতা—
ক. মুক্তিবাহিনী খ. পাকিস্তানি সেনা
গ. ভারতীয় সেনা ঘ. ইন্দো-বাংলা যৌথবাহিনী
৫. মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্র্যাটেজি’ কী নামে পরিচিত?
ক. তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি খ. বাঘাইছড়ি স্ট্র্যাটেজি
গ. মুজিবনগর স্ট্র্যাটেজি ঘ. আগরতলা স্ট্র্যাটেজি
৬. জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?
ক. বরিশাল খ. সিলেট
গ. চট্টগ্রাম ঘ. দিনাজপুর
৭. শহিদ মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
ক. বাংলাদেশ লিবারেশন ফোর্স খ. ক্র্যাক প্লাটুন
গ. বিএনএস বাশার ঘ. ঢাকা গেরিলা (দক্ষিণ)
৮. বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান—
ক. এয়ার ভাইস মার্শাল এ জি তাওয়ার
খ. এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার
গ. এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ
ঘ. এয়ার ভাইস মার্শাল এম কে বাশার
৯. নিচের কোন বাহিনীর জন্ম ভারতে?
ক. মুজিব বাহিনী (বিএলএফ) খ. আফসার বাহিনী (এবি)
গ. কাদেরিয়া বাহিনী (কেবি) ঘ. নিয়মিত বাহিনী
১০. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ কোন সেক্টরের অধীনে ছিল?
ক. সেক্টর-৪ খ. সেক্টর-৩
গ. সেক্টর-২ ঘ. সেক্টর-১
১১. উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
ক. আতাউল গণি ওসমানী খ. কে এম শফিউল্লাহ
গ. জিয়াউর রহমান ঘ. খালেদ মোশাররফ
১৩. নিচের কোনটি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর ছিল?
ক. চট্টগ্রাম খ. রাজশাহী
গ. সিলেট ঘ. ঢাকা
১৪. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৫. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ৬০টি খ. ৬৪টি
গ. ৬৫টি ঘ. ৫৫টি
১৬. নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরে ছিল?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. রাজশাহী ঘ. সিলেট
১৭. মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ১ খ. ৪
গ. ৮ ঘ. ১০
১৮. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৯ নম্বর খ. ২ নম্বর
গ. ১০ নম্বর ঘ. ৫ নম্বর
১৯. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড (নৌবাহিনী/Naval sector) গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
ক. ৩ নম্বর খ. ৭ নম্বর
গ. ১০ নম্বর ঘ. ১১ নম্বর
২০. মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন?
ক. মেজর খালেদ মোশাররফ খ. মেজর সি আর দত্ত
গ. মেজর কে এম শফিউল্লাহ ঘ. মেজর জলিল
সঠিক উত্তর:
১.খ, ২.ঘ, ৩.গ, ৪.ক, ৫.ক, ৬.খ, ৭.খ, ৮.খ, ৯.ক, ১০.গ,
১১.খ, ১২.গ, ১৩.ক, ১৪.খ, ১৫.খ, ১৬.খ, ১৭.গ, ১৮.ক, ১৯.গ, ২০.ক
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা