লাল সালু কাপড় রোদে শুকানো হচ্ছে
লাল সালু কাপড় রোদে শুকানো হচ্ছে

বহুনির্বাচনি প্রশ্ন (৯-১৭) : লালসালু | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. আলালের ঘরের দুলাল

খ. কৃষ্ণকান্তের উইল

গ. দুর্গেশনন্দিনী

ঘ. যোগাযোগ

১০. ‘ওয়ার অ্যান্ড পিস’ উপন্যাসের লেখক কে?

ক. হেনরি ফিল্ডিং খ. ফিয়োদর দস্তয়ভস্কি

গ. লিও তলস্তয় ঘ. এমিল জোলা

১১. ‘সূর্য–দীঘল বাড়ি’ উপন্যাসটির লেখক কে?

ক. মাহমুদুল হক খ. আহমদ ছফা

গ. আবু ইসহাক ঘ. সৈয়দ শামসুল হক

১২. ‘এ টেল অব টু সিটিজ’ উপন্যাসের লেখক কে?

ক. এসিল সোলার খ. হেনরি ফিল্ডিং

গ. লিও তলস্তয় ঘ. চার্লস ডিকেন্স

১৩. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

১৪. ‘আবদুল্লাহ’ উপন্যাসের লেখক কে?

ক. ইমদাদুল হক মিলন

খ. কাজী ইমদাদুল হক

গ. সৈয়দ আলী আহসান

ঘ. নজিবর রহমান

১৫. ‘গণদেবতা’ উপন্যাসের লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

১৬. ‘ওঙ্কার’ উপন্যাসটির লেখক কে?

ক. শওকত আলী খ. আহমদ ছফা

গ. রিজিয়া রহমান ঘ. সেলিনা হোসেন

১৭. শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ কী ধরনের উপন্যাস?

ক. আত্মজৈবনিক উপন্যাস

খ. রহস্যোপন্যাস

গ. আঞ্চলিক উপন্যাস

ঘ. রূপক উপন্যাস

সঠিক উত্তর

লালসালু: ৯.গ ১০.গ ১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.খ ১৭.ক

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা