১. প্রশ্ন: কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো।
উত্তর: নিচের কয়েকটি উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—
ক. সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা
খ. হাত জীবাণুমুক্ত রাখা।
গ. পচা-বাসি খাবার গ্রহণ না করা
ঘ. হাঁচি-কাশির সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা।
ঙ. চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
২. প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ যা রোগীর হাঁচি-কাশি, কাপড় চোপড় বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।
৩. প্রশ্ন: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কী কী?
উত্তর: সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিচে দেওয়া হলো—
ক. হাত জীবাণুমুক্ত করা
খ. নিরাপদ পানি পান করা
গ. শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করা
ঘ. সুষম খাবার খাওয়া।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা