৪১. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করিয়াছে।
উত্তর: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করেছে।
৪২. প্রশ্ন: তিতুমীর তাঁহার শিষ্য হইলেন।
উত্তর: তিতুমীর তাঁর শিষ্য হলেন।
৪৩. প্রশ্ন: উঠিতেছে তো উঠিতেছেই।
উত্তর: উঠছে তো উঠছেই।
৪৪. প্রশ্ন: আমাদের সবাইকে যুদ্ধ করিতে হইবে।
উত্তর: আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে।
৪৫. প্রশ্ন: দেশ হইল জননীর মতো।
উত্তর: দেশ হলো জননীর মতো।
৪৬. প্রশ্ন: দেশকে ভালোবাসিতে হইবে।
উত্তর: দেশকে ভালোবাসতে হবে।
৪৭. প্রশ্ন: আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জান্মিয়াছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি।
৪৮. প্রশ্ন: আমরা মা-বাবার কথা শুনিব।
উত্তর: আমরা মা-বাবার কথা শুনব।
৪৯. প্রশ্ন: স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসিতেছে।
উত্তর: স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসছে।
৫০. প্রশ্ন: বড় হয়ে অহনা সারা দেশ ঘুরিয়া ঘুরিয়া দেখবে।
উত্তর: বড় হয়ে অহনা সারা দেশ ঘুরে ঘুরে দেখবে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা