১. বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?
ক. সমাস খ. সন্ধি
গ. পদ ঘ. শব্দ
২. সন্ধি কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩. বিগর্সসন্ধি কোন সন্ধির অংশ?
ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি
গ. বাংলা সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন ঘটানো
খ. বর্ণের মিলন ঘটানো
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
৫. বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন হলে তাকে কী সন্ধি বলে?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৬. সন্ধি শব্দের অর্থ কী?
ক. যোগ খ. একত্রীকরণ
গ. মিলন ঘ. সংক্ষেপণ
৭. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা খ. পরি+ঈক্ষা
গ. পরী+ক্ষা ঘ. পরী+ঈক্ষা
৮. ‘দ্যুলোক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+লোক খ. দ্বি+লোক
গ. দিব্+লোক ঘ. দু+লোক
৯. ‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
ক. বিচ্+ছেদ খ. বিচ্ছে+দ
গ. বি+ছেদ ঘ. বি+চ্ছেদ
১০. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গো+এষণা খ. গবে+এষণা
গ. গবি+এষণা ঘ. গবে+ষণা
সঠিক উত্তর
সন্ধি: ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা