ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
২১. লেখকের মতে কায়রো কেমন শহর?
ক. আধুনিক শহর খ. পরিচ্ছন্ন শহর
গ. ছোট শহর ঘ. নিশাচর
২২. লেখকের বর্ণনায় কায়রোর রাস্তা কিসে ম-ম করছিল?
ক. ফুলের সৌরভে খ. আতরের গন্ধে
গ. নর্দমার নোংরায় ঘ. রান্নার খুশবাইয়ে
২৩. কায়রোর শহরতলির কোন জিনিসটিকে লেখকের নোংরা বলে মনে হলো?
ক. জাহাজ খ. রেস্তোরাঁ
গ. রান্না ঘ. রাস্তা
২৪. কায়রোতে পৌঁছার পর কোনটি মাঝে মাঝেই লেখকের নাকে ধাক্কা দেয়?
ক. আতরের সৌরভ খ. উটের গন্ধ
গ. রান্নার সুগন্ধ ঘ. নর্দমার গন্ধ
২৫. কায়রোতে লেখক তাঁর সাথিদের নিয়ে হুড়মুড় করে কোথায় প্রবেশ করলেন?
ক. পাতালরেলে খ. পাতালে
গ. নিকটবর্তী রেস্তোরাঁয় ঘ. গাড়িতে
২৬. লেখকের সঙ্গীদের আচরণের ক্ষেত্রে কোন অভিধাটি প্রযোজ্য?
ক. বিষণ্ন খ. ক্ষুধার্ত
গ. ক্লান্ত ঘ. চালাক
২৭. কায়রোর রেস্তোরাঁয় বাবুর্চির কাঁধে কী ছিল?
ক. গামছা খ. চাদর
গ. তোয়ালে ঘ. টিয়ে পাখি
২৮. কায়রোর রেস্তোরাঁয় বারকোশে কোনটি শোভা পাচ্ছিল?
ক. কারুকার্যময় তোয়ালে খ. ময়ূরের পালক
গ. চামড়ার টুপি খ. খাবারের নানা পদ
২৯. রেস্তোরাঁয় খেতে লেখকের প্রাণ কাঁদছিল কেন?
ক. ঝোল-ভাতের জন্য খ. বিশ্রামের জন্য
গ. স্বদেশে ফেরার জন্য ঘ. শাকসবজির জন্য
৩০. কায়রো শহরে লেখকের কোন প্রিয় জিনিসটি ছিল না?
ক. সোনামুগ ডাল খ. সিনেমা
গ. ক্যাবারে ঘ. ডান্স হল
সঠিক উত্তর
নীলনদ আর পিরামিডের দেশ: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.ঘ ২৯.ক ৩০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)