১১. উচ্চারণের একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. অক্ষর ঘ. শব্দ
১২. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লেখা বলে?
ক. বর্ণভিত্তিক খ. অক্ষরভিত্তিক
গ. ভাবাত্মক ঘ. ভাষাভিত্তিক
১৩. ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
১৪. কোনটি ভাষার উপাদান নয়?
ক. বাগ্ধ্বনি খ. বাগর্থ
গ. আওয়াজ ঘ. বাক্য
১৫. পশুপাখির ডাককে কী বলে?
ক. ধ্বনি খ. ভাষা
গ. আওয়াজ ঘ. সংকেত
১৬. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক. আওয়াজ খ. শব্দ
গ. ধ্বনি ঘ. ভাষা
১৭. বাক্য বলতে বোঝায়—
i.কথা
ii.বাচন
iii.অর্থবোধক শব্দ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান কততম?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৯. বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে—
i. বক্তা
ii. শ্রোতা
iii. দর্শক
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. বাগার্থ
সঠিক উত্তর
ভাষা ও বাংলা ভাষা: ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন