দোয়েল একটি ছোট্ট পাখি। পালকগুলো সাদা-কালো। লেজটা ঊর্ধ্বমুখী। লোকালয়ে আর অগভীর জঙ্গলে একা একা ঘুরে বেড়ায়। ঝোপে, ঝাড়ে, গাছের কোটরে দালানের ফাঁকফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শিস দেয়। বসে থাকে গাছের উঁচু ডালে। মাঝেমধ্যে মধুর সুরে গানের তালে তালে লেজ নাচায়। সাদা-কালোয় সাজানো এর পালকের পোশাক। ডানার ওপরে চওড়া টানা দাগ। এর লেজ বেশ লম্বা। এরা গাছের শিকড়-বাকড় দিয়ে বাসা বানায়। ডিম পাড়ে তিন থেকে পাঁচটি। বিভিন্ন ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাবার। দোয়েল আমাদের জাতীয় পাখি।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা