এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১৬. অপধাতুর বৈশিষ্ট্য কোনটি?

ক. ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে

খ. ধাতু ও অধাতু কোনটির বৈশিষ্ট্য বহন করে না

গ. নির্দিষ্ট সময় পরপর ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে

ঘ. কখনো ধাতু, কখনো অধাতু এবং কখনো স্বতন্ত্র আচরণ করে

১৭. কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি?

ক. Al2O3 খ. SiO2

গ. Cl2O7 ঘ. SO3

১৮. কোনটি উপধাতু?

ক. পারদ খ. বোরন

গ. জিংক ঘ. কপার

১৯. পর্যায় সারণির একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের

i. পরমাণুর আকার হ্রাস পায়

ii. ধাতব ধর্ম হ্রাস পায়

iii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সারণিটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের একটা খণ্ডিত অংশ দেওয়া হল—

২০. Z মৌলটি কোনটি?

ক. অ্যালুমিনিয়াম খ. ফসফরাস

গ. সালফার ঘ. ম্যাগনেশিয়াম

২১. উদ্দীপকের পর্যায়টিতে—

i. Xএর পারমাণবিক আকার Q থেকে বড়

ii. Q অপেক্ষা Zএর যোজনী ইলেকট্রন সংখ্যা বেশি

iii. Xএর অম্লত্ব Zএর চেয়ে বেশি 3.34 পারমাণবিক ব্যাসার্ধবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কোনটি সহজেই Ar-এর চরিত্র অর্জন করতে পারবে?

ক. Na খ. O

গ. Ca ঘ. Al

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক ২২. গ