এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ভূগোল ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩৯. বান্দরবান কোন জনবসতি অঞ্চলের অন্তর্গত?

ক. নিবিড় খ. নাতি নিবিড়

গ. নাতি বিরল ঘ. অতিবিরল

৪০. কোন অঞ্চলে বসতি খুব কম?

ক. বিরল বসতি অঞ্চল

খ. নিবিড় বসতি অঞ্চল

গ. অতি বিরল বসতি অঞ্চল

ঘ. অতি নিবিড় বসতি অঞ্চল

৪১. জনমিতিক ট্রানজিশনাল মডেলের শিল্প ধাপে কী ঘটে?

ক. কৃষি বিপ্লব খ. অর্থনৈতিক উন্নয়ন

গ. জন্মহার বৃদ্ধি ঘ. মৃত্যুহার বৃদ্ধি

চিত্রটি লক্ষ করে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৪২. উদ্দীপকে চিহ্নিত কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

ক. A খ. B

গ. C ঘ. D

৪৩. উক্ত দেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব পড়বে—

i. বাসস্থানে

ii. আবাদি জমিতে

iii.সংস্কৃতিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. বাংলাদেশে কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

ক. রাজশাহী খ. ফরিদপুর

গ. টাঙ্গাইল ঘ. বান্দরবান

৪৫. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৭৩ ঘ. ১৯৭৪

৪৬. বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?

ক. সাঁওতাল খ. চাকমা

গ. গারো ঘ. মারমা

৪৭. অশোধিত জন্মহারের সং​ক্ষিপ্ত রূপ
কোনটি?

ক. CDR খ. CBR

গ. CRR ঘ. CRB

৪৮. বাংলাদেশ বর্তমানে জনমিতিক ট্রানজিশনাল মডেলের কোন পর্যায়ে রয়েছে?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৯. ঘ ৪০. গ ৪১. খ ৪২. ঘ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ক ৪৭. খ ৪৮. খ