পর্ব ৪৫

ভগ্নাংশের সরলীকরণ - গণিত | ষষ্ঠ শ্রেণী - পাঠ ১৯

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।

গত কয়েকটি পর্বে আমরা ভগ্নাংশ নিয়ে বিভিন্ন কাজ, যেমন - যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং এসবের প্রায়োগিক দিকগুলো আমরা দেখেছি। তবে ভগ্নাংশ নিয়ে আরো একটি কাজ আমাদের বাকি আছে। তা হলো ভগ্নাংশের সরলীকরণ। আজ আমরা ভগ্নাংশের সরলীকরণ বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং এর কিছু উদাহরণ দেখবো।

আজকের আলোচ্য বিষয়ঃ ভগ্নাংশের সরলীকরণ