তোমরা খুব ভালোভাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এবারও সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তরও দিতে হবে কমসংখ্যক প্রশ্নের। এ ক্ষেত্রে প্রশ্ন বাছাই করবে খুব সতর্কতার সঙ্গে।
সৃজনশীল প্রশ্নের সব অংশ ভালোভাবে উত্তর দিতে পারো কি না, তা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, যাতে কোনোরূপ ভুল না হয়।
বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে পাঠ্যবই মনোযোগসহকারে পড়তে হবে। বহুনির্বাচনি প্রশ্নে ৪টি উত্তর খুব কাছাকাছি ধরনের থাকে। তাই বুঝে উত্তর করতে হবে। এ ছাড়া যেহেতু বিভিন্ন বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে ১৫টি। কিন্তু প্রশ্ন থাকবে ২৫ থেকে ৩০টি এবং সময় ২০ মিনিট।
তোমরা প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলোর বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে। পরীক্ষার খাতায় কোনোরূপ উপরিলিখন বা ওভার রাইটিং করবে না। কোনো লেখা ভুল হলে এক টানে কেটে দেবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠার বৃত্ত ভরাটের ক্ষেত্রে সাবধান থাকবে। বৃত্ত ভরাটে তাড়াহুড়োর প্রয়োজন নেই।
রহিমা আক্তার, প্রধান শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা