অধ্যায় ৬
১৬. শব্দ কর্ণকুহরে পাঠায় কোনটি?
ক. কর্ণপটহ খ. স্ক্লেরা
গ. স্যাকুলাস ঘ. পিনা
১৭. স্বাদকোরক থাকে জিবের কোষের—
i. সামনে ii. পেছনে
iii. পাশে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮. ককলিয়া কোথায় থাকে?
ক. অন্তঃকর্ণে খ. বহিঃকর্ণে
গ. মধ্যকর্ণে ঘ. কর্ণপটহে
১৯. নাকের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২০. যেকোনো গন্ধের অনুভূতির মাধ্যম হিসেবে কাজ করে কোন সংবেদী অঙ্গ?
ক. ত্বক খ. চোখ
গ. কান ঘ. নাক
২১. নাকের মধ্যে কোন ঝিল্লির আবরণ থাকে?
ক. শ্লেষ্মা ঝিল্লির
খ. ঘ্রাণ ঝিল্লি
গ. পেরিপ্লাজমিক ঝিল্লি
ঘ. সাইটোপ্লাজমিক ঝিল্লি
২২. শিশুদের জিবের ওপর ছত্রাকের আক্রমণে কিসের মতো ছোট ছোট দাগ দেখা যায়?
ক. গোলাপি রঙের মতো
খ. দইয়ের মতো
গ. কালো রঙের মতো
ঘ. দুধের মতো
২৩. স্বাদ গ্রহণের জন্য জিবে কয় ধরনের স্বাদকোরক থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৪. জিবের যত্নের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ঘা হলে চিকিৎসকের পরামর্শ নিষ্প্রয়োজন
খ. খাওয়ার স্যালাইন দিয়ে কুলকুচি করা উপকারী
গ. দাঁত ব্রাশ করার সময় নিয়মিত পরিষ্কার করা
ঘ. শিশুদের জিব পরিষ্কার করতে হয় না
২৫. দেহের কোন অংশ থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়?
ক. অন্তঃ চর্ম খ. উপচর্ম
গ. নাসাপথ ঘ. স্যাকুলাস
২৬. দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় কোনটি?
ক. নাক খ. জিব
গ. ত্বক ঘ. কান
২৭. স্বেদগ্রন্থির সংখ্যা বেশি থাকে কোথায়?
ক. লোমযুক্ত স্থানে খ. চুলে
গ. লোমহীন স্থানে ঘ. লোমের মূলে
২৮. নিচের কোন অঙ্গটির চামড়া খুব পাতলা?
ক. হাতের তালুর খ. পায়ের তালুর
গ. মাথার ঘ. ঠোঁটের
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. ঘ