সপ্তম শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

গরবিনী মা-জননী

৫. ‘গরবিনী মা-জননী’ কবিতায় কবি কাকে পুণ্যবতী বলেছেন?

ক. বাঙালিকে খ. মাকে

গ. সন্তানকে ঘ. জন্মভূমিকে

৬. সন্ধ্যা-দুপুর কী বেজেই চলে?

ক. নূপুর খ. সাইরেন

গ. ঘণ্টা ঘ. হর্ন

৭. শিশির খোঁপায় কখন গন্ধ মাখে?

ক. রাতে খ. সন্ধ্যায়

গ. দুপুরে ঘ. ভোরে

৮. রোজ ভোরে শিশির কোথায় বকুল যূথীর গন্ধ মাখে?

ক. ফুলের পাপড়িতে

খ. খোঁপায়

গ. সবুজ ঘাসে

ঘ. ধানের শিষে

৯. শিশির খোঁপায় কীসের গন্ধ মাখে?

ক. রজনীগন্ধা ফুলের

খ. জুঁই চামেলির

গ. বকুল যূথীর

ঘ. কদম ফুলের

১০. ‘গরবিনী মা-জননী’ কবিতায় মেয়েরা কী বুনে?

ক. কান্না ফুলের নকশা

খ. জবা ফুলের নকশা

গ. শিউলি ফুলের নকশা

ঘ. নকশিকাঁথার নকশা

১১. মা-নাম-ডাকা ছেলেরা কোথায় ঝাঁপিয়ে পড়ে?

ক. মিছিলে খ. সংগ্রামে

গ. যুদ্ধে ঘ. ভয়ংকর দুর্বিপাকে

১২. ‘গরবিনী মা জননী’ কবিতায় মেয়েদের কী বলা হয়েছে?

ক. সরোজিনী খ. গরবিনী

গ. দুর্ভাগিনী ঘ. অবলা

১৩. বাংলার সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি কী?

ক. বাংলার নদী খ. বাংলার আকাশ

গ. বাংলার জল ঘ. বাংলার মাটি

১৪. সন্ধ্যা-দুপুর কীসের নূপুর বেজেই চলে?

ক. পিতলের নূপুর খ. রুপার নূপুর

গ. সোনার নূপুর ঘ. ধুলোর নূপুর

১৫. কারা মরণ মায়ের দণ্ড গোনে

ক. ডাক্তার খ. প্রকৌশলী

গ. শিল্পী ঘ. কামার-কুমার

১৬. বাংলা মায়ের ছেলেরা নিত্য হাজার কী গোনে?

ক. নিত্যদিনের হিসাব গোনে

খ. মরণ মায়ের দণ্ড গোনে

গ. মৃত্যুর প্রহর গোনে

ঘ. মুক্তির দিন গোনে

১৭. মা-নাম ডাকা পাগল ছেলেরা কার জন্য ঝাঁপিয়ে পড়ে

ক. প্রিয়জনের জন্য

খ. বন্ধুর জন্য

গ. বাবার জন্য

ঘ. মায়ের জন্য

সঠিক উত্তর

গরবিনী মা-জননী: ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ

১৬. খ ১৭. ঘ


আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা