পঞ্চম শ্রেণির পড়াশোনা

বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: পাখির সুর আমাদের মুগ্ধ করিয়া তোলে।

উত্তর: পাখির সুর আমাদের মুগ্ধ করে তোলে।

প্রশ্ন: রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হইয়াছে।

উত্তর: রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।

প্রশ্ন: দীপা ভাত খাইতেছে।

উত্তর: দীপা ভাত খাচ্ছে।

প্রশ্ন: বাবা সকালে হাঁটতে যাইতেন।

উত্তর: বাবা সকালে হাঁটতে যেতেন।

প্রশ্ন: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনিয়া আনিব।

উত্তর: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনে আনব।

প্রশ্ন: মাঠের পর মাঠ চলিয়া গিয়াছে।

উত্তর: মাঠের পর মাঠ চলে গেছে।

প্রশ্ন: দুটি গ্রামের লোক মিলিয়া মিশিয়া আছে।

উত্তর: দু’টি গ্রামের লোক মিলে মিশে আছে।

প্রশ্ন: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরিতেছে।

উত্তর: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে।

প্রশ্ন: বাঁশবাগানে পাখিদের মেলা বসিয়াছে।

উত্তর: বাঁশবাগানে পাখিদের মেলা বসেছে।

প্রশ্ন: নদীর তীরে বসে রোদ পোহাইব ।

উত্তর: নদীর তীরে বসে রোদ পোহাব ।

প্রশ্ন: রাখালের সহিত রাজপুত্রের বন্ধুত্ব।

উত্তর: রাখালের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব।

প্রশ্ন: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল সুখ পায়।

উত্তর: রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল সুখ পায়।

প্রশ্ন: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ

করিতে চাই।

উত্তর: আমি বড় হয়ে মানুষের জন্য কাজ

করতে চাই।