অধ্যায় ১২
৪৫. জনতা ‘দৈনিক পাকিস্তান’ ও ‘মর্নিং নিউজ’ অফিসে আগুন লাগিয়ে দেয় কত তারিখে?
ক. ২১ জানুয়ারি ১৯৬৯
খ. ২২ জানুয়ারি ১৯৬৯
গ. ২৩ জানুয়ারি ১৯৬৯
ঘ. ২৪ জানুয়ারি ১৯৬৯
৪৬. গণ–অভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্ণর ছিলেন কে?
ক. নুরুল আমিন সরকার
খ. নাজিম উদ্দীন
গ. মোনায়েম খান
ঘ. আইয়ুব খান
৪৭. পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে কোন প্রস্তাবে?
ক. তাসখন্দ প্রস্তাবে খ. কাশ্মীর প্রস্তাবে
গ. লাহোর প্রস্তাবে ঘ. পাঞ্জাব প্রস্তাবে
৪৮. পাকিস্তানি শাসকেরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেন কেন?
ক. নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে
খ. নির্বাচন দিলে বিশৃঙ্খলা হবে বলে
গ. গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
ঘ. সমাজতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য
৪৯. পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকীতে পশ্চিম পাকিস্তানের জন্য কত শতাংশ বরাদ্দ করা হয়?
ক. ৬৩% খ. ৬৪%
গ. ৬৫% ঘ. ৬৬%
৫০. ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে মোট সরকারি ব্যয়ের হার ছিল কত শতাংশ?
ক. ৫.১০% খ. ৫.১২%
গ. ৫.১৪% ঘ. ৫.১৬%
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৪৫. ঘ ৪৬. গ ৪৭. গ ৪৮. গ ৪৯. ক ৫০. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল