পড়ে পাওয়া
২৯. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো-
i. সততার শিক্ষা
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা—
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয়
ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে
iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরাফাতের সারা জীবনের সাধনা, সে আমেরিকা যাবে। কিন্তু সে সামর্থ্য তার নেই। একদিন ট্রেনে শরিফ সাহেবের সাথে তার পরিচয় হয়। শরিফ সাহেব ট্রেন থেকে নামার সময় ভুলে তাঁর ব্যাগটি ফেলে যান। আরাফাত ব্যাগটি তুলে নেয় এবং দেখে ভেতরে দশ লক্ষ টাকার একটি চেক। আরাফাত ভাবে তার আমেরিকা যাবার সাধ বুঝি এবার পুরণ হলো। কিন্তু রাতে ঘুমের ঘোরে আরাফাত স্বপ্ন দেখে তার আদর্শবাদী স্কুল মাস্টার মৃত বাবা তাকে বলছেন ‘আরাফাত, তোকে অন্যের ধন আত্মসাৎ করার জন্যে মানুষ করিনি।’ আরাফাত চেকটি ফেরত দিল।
৩১. উদ্দীপকের আরাফাতের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক. আত্মসাৎ খ. অকল্যাণ
গ. সততা ঘ. সিদ্ধান্তহীনতা
৩২. উল্লিখিত তুলনা যে মানদণ্ডে বিচার করা যায়, তা হলো—
i. ন্যায়বোধ ও কর্তব্য পরায়ণতা
ii. আদর্শ মানসিকতা ও নীতিবোধ
iii. সংশয় ও সংকটবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রলয় বিদেশ যাবার সময় নয়নকে সম্পত্তি দেখাশোনার ভার দেন। দীর্ঘদিন প্রবাসে কাটানোর পর স্বদেশে ফিরে তিনি সম্পত্তি ফেরত চান। নয়ন সম্পত্তিগুলো নিজের বলে দাবি করে। ঝামেলা না বাড়িয়ে প্রলয় অন্যত্র বাসা বাঁধেন। অল্প দিনেই নয়ন নিঃস্ব হয়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে। প্রচণ্ড কষ্টে নয়নের জীবনপ্রদীপ নিভু নিভু প্রায়। এখন নয়ন ভাবে, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়।
৩৩. উদ্দীপকের নয়নের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিপরীত ভাবটি ফুটে উঠেছে?
ক. অনৈতিক মনোভাব
খ. পরের সম্পদ লিপ্সা
গ. সততা ও কর্তব্যবোধ
ঘ. ভিক্ষাবৃত্তি গ্রহণ
৩৪. উল্লিখিত মূল বক্তব্যের সাথে বিপরীতধর্মী সাদৃশ্যপূর্ণ বাক্যগুলো হলো—
i. আজ তার কী কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না
ii. দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম
iii. অন্যায় কাজ হয় তালা ভাঙলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটা মোবাইল ফোনের সখ সাকিবের। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা কিনে দিতে পারেন না। একদিন সাকিব রেললাইনের ধারে একটি মোবাইল কুড়িয়ে পায়। বাসায় সকলকে দেখায় ওটা। বাবা সাকিবকে ফোনটার মালিকের সন্ধান করে ফেরত দিতে বলেন। সাকিব মাইকিং করে ফোনের মালিকের খোঁজ করে সেটি ফেরত দেয়।
৩৫. উদ্দীপকের সাকিব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মানসিকতার মূল ভিত্তি কী?
ক. অন্যায় খ. সংশয়
গ. সততা ঘ. পরোপকার
৩৬. বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে?
ক. রায়বাড়ি খ. চাটুয্যে বাড়ি
গ. বাড়ুয্যে বাড়ি ঘ. মুখুয্যে বাড়ি
৩৭. বাড়ুয্যেদের মাঠের বাগানের চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?
ক. বড় বড় বলে
খ. অধিক মিষ্টি বলে
গ. কাঁচামিঠা বলে
ঘ. প্রচুর পাওয়া যায় বলে
সঠিক উত্তর
পড়ে পাওয়া: ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. গ
৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ