এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১৯. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন তথা মহামন্দা হয় কত সালে?

ক. ১৯১০ খ. ১৯৩০

গ. ১৯৩৮ ঘ. ১৯৪৪

২০. সমাজের কল্যাণে ব্যয়িত মুনাফার অংশকে কী বলা হয়?

ক. সামাজিক দায়বদ্ধতা

খ. দান

গ. মুনাফা ঘ. উদ্বৃত্ত

২১. কোনটি ব্যবস্থাপকীয় কাজ?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. মুনাফা বিতরণ

গ. তহবিল সংগ্রহকরণ

ঘ. মূলধন সুরক্ষা

২২. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?

ক. ১৯২০-১৯৩০

খ. ১৯৪০-১৯৫০

গ. ১৯৫০-১৯৬০

ঘ. ১৯৬০-১৯৭০

২৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অনিশ্চয়তা

ঘ. মূলধন কাঠামো

২৪. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. মুনাফা ও ঝুঁকি নীতি

গ. ঝুঁকি ও তারল্য নীতি

ঘ. পোর্টফোলিও নীতি

২৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. মূলধন কাঠামো

ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

২৬. সম্পদের সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. চলতি সম্পদ বৃদ্ধি

খ. নিট সম্পদ বৃদ্ধি

গ. স্থায়ী সম্পদ বৃদ্ধি

ঘ. মুনাফা বৃদ্ধি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯. খ ২০. ক ২১. ক ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল